ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতির মাত্র ছয় ঘন্টার মধ্যে ০২ ডাকাত গ্রেফতার করে প্রবাসীর মালামাল উদ্ধার করা হয়।
(২৮ অক্টোবর) সোমবার ময়মনসিংহ জেলার পাগলা থানার মশাখালী গ্রামের বাসিন্দা কানাডিয়ান প্রবাসী মোঃ মতিউর রহমান সস্ত্রীক তাদের ব্যক্তিগত প্রাইভেটকারে কিশোরগঞ্জের হাওর এলাকাসহ ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিভ্রমন করে বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকায় গফরগাঁও থানাধীন ঢালিবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারের গতি কমালে হটাৎ অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত তাদেরকে দেশীয় অস্ত্র সহ আক্রমণ করে এবং অস্ত্রের মুখে তাদের ব্যবহৃত স্বর্ণের চেইন, ব্রেসলেট, আংটি, নগদ টাকা, একাধিক ক্রেডিট কার্ড ও কানাডিয়ান পাসপোর্ট ডাকাতি করে সাদা রংয়ের অন্য একটি প্রাইভেটকারযোগে ভালুকার দিকে পালিয়ে যায়।
তৎক্ষণাৎ অফিসার ইনচার্জের নেতৃত্বে গফরগাঁও থানা পুলিশ উক্ত ডাকাত দলকে সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করেন। অতঃপর ঘটনার মাত্র ছয় ঘন্টার মধ্যে রাতে পাগলা থানা এলাকা হতে উক্ত ডাকাত দলের সদস্য এবং কানাডিয়ান দম্পতির ড্রাইভার ১। মোঃ রিয়াদ খান (২৩)-কে গ্রেফতার করা হয়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস